আমবাসা(ত্রিপুরা), ফেব্রুয়ারি ১৪(হি স) ২০২৩ বিধানসভা নির্বাচনের সরব প্রচারের অন্তিমদিনে মঙ্গলবার ৪৫ কমলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য সরকারের মন্ত্রী মনোজ কান্তি দেবের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। দিন মনোজ কান্তি দেবের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “প্রচন্ড রোদের মধ্যেও এই জনপ্লাবন ও উৎসাহ প্রমাণ করেছে বিজেপির ও মনোজ কান্তি দেবের জয়লাভ নিশ্চিত।
মঙ্গলবার ৪৫ কমলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করে বলেন, এই রাজ্যে প্রচারে কংগ্রেসের কোন নেতা নেত্রী এলেন না। রাহুল , প্রিয়াঙ্কা সহ সকলেই এই রাজ্যের কংগ্রেসকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন। সিপিএমও কোথাও নেই। ফলে শূন্যের সঙ্গে শূন্যের যোগফল শূন্যেই হয় নি। যদি বিজেপি এই রাজ্যে থাকলে সিপিএম ২৫ বছর ক্ষমতায় থাকতেই পারতো না। কংগ্রেস ও সিপিএম এর মিতালী থেকেই সিপিএম এই রাজ্যে শাসন করতে পেরেছে। মনোজবাবুর বিজয় মিছিল এর জন্য আপনারা প্রস্তুত হোন। নরেন্দ্র মোদীর সরকার ফ্রি চাল দিচ্ছেন। দলমত নির্বিশেষে কংগ্রেস ও সিপিএমও এই চাল পাচ্ছেন। ত্রিপুরার মানুষ মন স্থির করে নিয়েছেন ত্রিপুরাকে রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা করবেন। মানুষের প্রতিটি প্রয়োজন মেটাতে কাজ করেছে বিজেপি সরকার। কর্মচারীরা সপ্তম বেতন কমিশন এর পাশাপাশি ২০ শতাংশ মহার্ঘভাতা পেয়েছেন। সামাজিক ভাতা ২০০০ টাকা করা হয়েছে। দ্বিতীয়বার সরকার এলে সামাজিক ভাতা ৪,০০০ টাকা হবে। কমলপুরেই আবাস যোজনার ঘর হাজারো মানুষ পেয়েছেন। যারা এখনো ঘর পান নি তারাও প্রত্যেকে ঘর পাবেন। কিষাণ সম্মাণ নিধি সহ সহায়ক মূল্যে ফসল কিনছে রাজ্য সরকার। মাতৃশক্তির এই রাজ্যে কন্যাসন্তান জন্মের পর ৫০ হাজার টাকা জমা করা হবে। সিপিএম বলত ছেলে মেয়েদের ক্যাডার বানাও। আমরা বলছি আপনাদের সন্তানদের শিক্ষিত বানান। আজ ত্রিপুরার নির্বাচনে শান্তিপূর্ণ প্রচার হয়েছে। তা সিপিএম আমলে ভাবা যেত না। আজকের ত্রিপুরা বদলে গেছে। আর এই কারণে মানুষ সরকার গড়বে বিজেপির। অনেকেই বলেছেন মথার সঙ্গে জোট করার জন্য। কিন্তু ত্রিপুরা ভাগ হতে দেব না আমরা। আমাদের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। তাই আমরা আমাদের নীতির উপর ভিত্তি করে জনগণের শক্তিতে সরকার গড়বে । সেই আর্শীবাদেই মনোজ বাবু জিতবেন”।
এদিন মন্ডল সভাপতি প্রশান্ত সিনহার সভাপতিত্বে স্বাগত ভাষণ রাখেন মনোজ কান্তি দেব। এর পর বর্ণাঢ্য শোভাযাত্রা কমলপুর শহর পরিক্রমা করে।