ফিজি ও অস্ট্রেলিয়া যাবেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : বিশ্ব হিন্দি সম্মেলনে অংশ নিতে ফিজি যাবেন বিদেশমন্ত্রী। অস্ট্রেলিয়াও সফর করবেন তিনি।

বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ফিজি যাবেন ১২তম বিশ্ব হিন্দি সম্মেলনে অংশ নিতে। ফিজির নাদিতে ১৫-১৭ ফেব্রুয়ারি ফিজি এবং ভারত সরকার যৌথভাবে হিন্দি সম্মেলন আয়োজন করছে। জয়শঙ্কর প্রথমবারের মত ফিজি সফর করছেন।
বিদেশমন্ত্রী ১৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনি শহরে যাবেন। সিডনিতে তিনি অস্ট্রেলিয়ান নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। ২০২২ সালের ফেব্রুয়ারির পর এটি হবে তার তৃতীয় অস্ট্রেলিয়া সফর। তিনি প্রথমবারের মত সিডনি সম্মেলনেও যোগ দেবেন।