অনূর্ধ্ব-‌১৫ :‌ ছুটনের ৫ উইকেট রানার্সের লক্ষ্যে মরিয়া জিবি

অনুরাগী-‌১০১

জি বি-‌ ১৮৮/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি।। লক্ষ্য সরাসরি জয় পাওয়া। আর সেই লক্ষ্যেই আজ শেষ দিনে মাঠে নামবে জি বি প্লে সেন্টারের ক্রিকেটাররা। ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে সরাসরি জয় পেলে চাম্পামুড়াকে এক পয়েন্টে পেছনে ফেলে সদর অনূর্ধ্ব পনেরো ক্রিকেটে রানার্স খেতাব দখল করে নেবে জি বি প্লে সেন্টার। আপাতত প্রথম দিনের শেষে এমনই ভাবনা নিয়ে মাঠ ছাড়ছে জি বি-‌র ক্রিকেটাররা। প্রথম দিনের শেষে দল এগিয়ে রয়েছে ৮৭ রান। আগামীকাল দ্বিতীয় দিনে কিছুটা ঝড়ো গতিতে ব্যাট করে ১৫০ রানের লিড নিতে পারলেই সরাসরি জয়ের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে জি বি-‌র দল, টিম ম্যানেজমন্ট সূত্রে ওই খবর পাওয়া গেছে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে ক্রিকেট অনুরাগীর ১০১ রানের জবাবে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৮ রান করে জি বি। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে জি বি-‌র বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় ক্রিকেট অনুরাগী। দলের পক্ষে আকাশ দাস ৫৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮, দলনায়ক আয়ন রায় ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭, অমন মিঁয়া ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং দ্বীগবিজয় দেববর্মা ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। জি বি-‌র পক্ষে ছুটন মিঁয়া (‌৫/‌২৭) এবং ঋতুরাজ ঘোষ (‌২/‌৪১) সফল বোলার। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে ৪৫ ওভারে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮৮ রান করে জি বি। দলের পক্ষে রাহুল বর্মন ১২৪ বল খেলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে ৭৭, রাজদীপ দেবনাথ ৭৪ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫৬ (‌অপ:‌), উজ্জয়ন বর্মন ২১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ (‌অপ:‌) এবং সৌম্রাংশু পাল ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। অনুরাগীর পক্ষে অয়ন রায় (‌২/‌২১) সফল বোলার। ‌‌‌‌‌