দুটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে আরপিআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া মনোনীত প্রার্থী অর্ণব রায় আসন্ন বিধানসভার নির্বাচনে ৮ নং টাউন বড়দোয়ালি এবং ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করতে চলেছেন৷ মূল স্লোগান হলো জয় ভিম জয় ভারত৷ আম্বেদকরের মতাদর্শে সমাজ গঠনের সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে দুয়ারে দুয়ারে প্রচারে যাচ্ছেন তিনি৷ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান মনোনীত প্রার্থী অর্ণব রায়৷