সিপিআইএম ও কংগ্রেস দলের উদ্যোগে সাব্রুম শহরে নির্বাচনী জনসভা

আগরতলা,১৩ ফেব্রুয়ারি(হি.স.): ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের মনোনীত প্রার্থী তথা রাজ্যের সিপিআইএম দলের সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সোমবার বিকাল বেলা সিপিআইএম ও কংগ্রেস দলের উদ্যোগে সাব্রুম শহরের মেলার মাঠে একটি প্রকাশ্য নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়।

আর এই জনসভায় উপস্থিত ছিলেন ৪০ সাব্রুম বিধানসভা সভা কেন্দ্রের সিপিআইএম দলের মনোনীত প্রার্থী জিতেন্দ্র চৌধুরী, ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের মনোনীত প্রার্থী প্রভাত চৌধুরী, সিপিআইএম দলের পলিটবুরো সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার, ভারতের জাতীয় কংগ্রেস দলের এআইসিসির সদস্য তথা ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের প্রভারই অজয় কুমার, ভারতের জাতীয় কংগ্রেস দলের এআইসিসির মুখপাত্রী তথা কংগ্রেস দলের সর্বভারতীয় নেত্রী অলকা লাম্বা সহ সিপিআইএম ও কংগ্রেস দলের আরো বহু নেতৃত্বরা উপস্থিত ছিলেন।