নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ মেলার মাঠে ছাত্র যুবক ভবনে রবিবার টি ওয়াই এফের ৫৭তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়৷ উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়৷ টি ওয়াই এফের ৫৭ তম প্রতিষ্ঠা দিবস আগরতলায় ছাত্র যুবক ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সংগঠনের নেতারা বলেন আজ থেকে ৫৭ বছর আগে জিরানিয়া পাড়ায় টি ওয়াই এফের আত্মপ্রকাশ ঘটেছিল৷ দীর্ঘদিন ধরে দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে আসছে৷ আন্দোলনে অনেকগুলো সফলতা এসেছে বলে তারা জানান৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ গঠন, ককবরক ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি প্রদান , ল্যান্ড রিজার্ভেশন অ্যাক্ট চালু প্রভৃতি৷
2023-02-12

