ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি।। নিয়মিত প্রশিক্ষণের মধ্যে থাকলে এনএসআরসিসি-র খেলোয়াড়রা আরও সাফল্য পাবে। ভবিষ্যতে তারা-ই একসময় বড় ক্লাবের হয়ে খেলবে এবং রাজ্য দলে খেলার সুযোগ পাবে। এমন কি জাতীয় স্তরেও ত্রিপুরার নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা। ২০১৮-এর আগে এনএসআরসিসি-র ক্রিকেট এবং ফুটবল দলের তেমন কোন নামডাক ছিল না। অনিবার্য কারণে প্রশিক্ষণ পর্বটা প্রগতি মাঠ থেকে সরিয়ে কিছু সময়ের জন্য ভোলাগিরি মাঠে এবং পরে আস্তাবলে বিবেকানন্দ স্টেডিয়ামে স্থানান্তরের মধ্য দিয়ে জোর কদমে প্রশিক্ষণ চলছে। করোনা আবহে প্রায় বছর দুয়েক বাদ দিলে গত আড়াই বছরের মধ্যে পরপর চারটি চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি জয়, খেলোয়াড়দের দারুন প্রতিভা ও উজ্জ্বল ভবিষ্যতের পরিচয় দিচ্ছে। উল্লেখ্য, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট-সেক্রেটারি সরযূ চক্রবর্তী কথোপকথন কালে এই বিষয়ে জানিয়েছেন যে, আসন্ন বিধানসভা নির্বাচন পর্বের পর সম্প্রতি সাফল্য অর্জনকারী এনএসআরসিসি-র খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে। বলা বাহুল্য, স্পোর্টস কাউন্সিলের ব্যবস্থাপনায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থী খেলোয়াড়ের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারে এটাও একটা ভালো দিক বলে তিনি উল্লেখ করেন। আগামী দিনে সর্বস্তরের খেলোয়াড়, অভিভাবক এবং কোচ-প্রশিক্ষকদের এবিষয়ে আরও বেশি নজর দিতে তিনি আহ্বান জানান।
2023-02-12

