করিমগঞ্জ (অসম), ১২ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলা সদরে একের পর এক ঘটছে ছিনতাই ও চুরির ঘটনা। আজ রবিবার দুপুরের দিকে ফের এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে প্রকাশ্য দিবালোকে। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ শহরে লঙ্গাই রোড এলাকায়।
জানা গেছে, শহরের বনমালী রোডের বাসিন্দা মহিলা সমিতির সদস্যা জনৈক সঞ্চিতা ভট্টাচার্য অন্য এক সদস্যার সঙ্গে পায়ে হেঁটে শহরের সারদা সংঘ থেকে আজ দুপুরে নিজ বাড়ি ফিরছিলেন। কিন্তু স্থানীয় শিবমন্দিরের পাশে আসামাত্রই এক যুবক পিছন থেকে স্কুটি চেপে এসে তাঁর গলার হার নিয়ে দ্রুত পালিয়ে যায়৷ তারা দুজনই চোর চোর বলে চিৎকার করে ধাওয়া করলেও তাদের ধরা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷
অন্যদিকে মহিলা সমিতির সদস্যা সঞ্চিতা ভট্টাচার্য সঙ্গে সঙ্গে বিষয়টি করিমগঞ্জের সদর থানায় ছুটে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ নথিভুক্ত করে তদন্তে নামে পুলিশের একটি দল। পুলিশ সংঘটিত ঘটনাস্থলের পাশে জনৈক ব্যক্তির বাড়ির সিসি টিভি ফুটেজ সংরক্ষণ করেছে। ফুটেজে অস্পষ্টভাবে ছিনতাইকাণ্ডের দৃশ্য ধরা পড়ে। তাই স্কুটির নম্বর বা ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, করিমগঞ্জ শহরে এ ধরনের ঘটনা নতুন নয়। কয়েকদিন পর পরই করিমগঞ্জের সদর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে৷ পুলিশ একটি ঘটনারও কিনারা করতে পারছে না। তাই সদর থানার পুলিশে ভূমিকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে৷