BRAKING NEWS

জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতির উদ্দ্যোগে অনুষ্ঠীত সুবিশাল বাইক মিছিল ও যোগদানসভা

আগরতলা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভাকে বাম অপশাসন থেকে মুক্তি দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং। এরই মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লা চরন নোয়াতিয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করতে রবিবার জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্ব এক সুবিশাল বাইক মিছিল সংগঠীত করা হয়। বাইক মিছিলটি জোলাইবাড়ী বাজার থেকে শুরুহয়ে জোলাইবাড়ীর বিভিন্ন পথ অতিক্রান্ত করে বাইখোড়া বাজারে এসে সমাপ্তি হয়। আজকের এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন জোলাইবাড়ীর বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লা চরন নোয়াতিয়া সহ অন্যানরা।

আজকের এই বাইক মিছিলে ব্যাপকহারে বিজেপি ও আই পি এফ টি সমর্থীত কর্মীরা অংশ গ্রহন করেন। সকলের একটিই লক্ষ্য আসন্ন বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে আই পি এফ টি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করা। বাইক মিছিললি শেষে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং বাজারে মন্ডল সভাপতি অজয় রিয়াং এর নেতৃত্বে অনুষ্ঠীত করা হয় এক যোগদান সভার। আজকের এই যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে ১৫ পরিবারের ৬০ জন ভোটার বিজেপিতে যোগদান করে। দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরন করে নেন জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং। মন্ডল সভাপতি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসূচীতে লোকজনের উপস্থিতির হারছিলো লক্ষনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *