ত্রিপুরার লক্ষ্য পরিস্কার, ডাবল ইঞ্জিন সরকার আবার : প্রধানমন্ত্রী

আমবাসা(ত্রিপুরা), ১১ ফেব্রুয়ারি (হি.স.) : আমবাসার সুবিশাল জনপ্লাবন থেকে ত্রিপুরার লক্ষ্য পরিস্কার। মানুষ ডাবল ইঞ্জিন সরকার আবার প্রতিষ্ঠা করবেন। শনিবার রাজ্যের আমবাসায় আয়োজিত জেলা ভিত্তিক রাজনৈতিক সমাবেশে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের সমাবেশে আক্ষরিক অর্থেই জনপ্লাবন দেখে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “একটা সময় রাজ্যে চাঁদার রাজত্ব ছিল। যে কোন কাজে কমিউনিস্টদের চাঁদা দিতে হত। থানায় যেতে হলেও চাঁদা দিতে হত। কারণ থানাও সিপিএম ক্যাডারদের নিয়ন্ত্রণে ছিল। বর্তমান সরকার রাজ্যে ভয়, সন্ত্রাস, চাঁদাবাজির পরিবেশ শেষ করেছে। মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। মহিলারা সিপিএম শাসনে অত্যাচারিতা হতেন। আজ মহিলা সশক্তিকরণ চলছে। একসময় ধলাই জেলা দেশের পিছিয়ে পড়া জেলা ছিল। বিজেপি শাসনে ধলাই জেলা ১১০টি প্রত্যাশি জেলার একটি। এই জেলার সঙ্গে গোটা রাজ্যেই উন্নয়ন নতুন মাত্রা পেয়েছে। বিজেপির মানুষের বাস্তব চাহিদার দিকে লক্ষ্যে রেখে সংকল্পপত্র প্রকাশ করেছে। এই প্রতিশ্রুতির প্রত্যেকটি পালন করা হবে। এই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে ১৬ ফেব্রুয়ারি আপনার ভোট বিজেপি ও সহযোগী দলগুলোকে প্রদাণ করুন। আপনার একটি ভোটেই ত্রিপুরা বাম অপশাসন থেকে মুক্ত হয়েছিল। আপনার ভোটেই ত্রিপুরায় ডাবল ইঞ্জিন সরকার উন্নয়নের গতিকে আরও শক্তিশালী করবে।

“এদিন সুবিশাল জনসভাকে উদ্দ্যেশ্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, “ত্রিপুরায় হীরার সার্থক রূপায়ণের মাধ্যমে ত্রিপুরা ধীরে ধীরে গ্লোবাল বা বৈশ্বিক হয়ে ওঠছে। বাংলাদেশের বন্দর ব্যবহারের মাধ্যমে ত্রিপুরায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে। আবাস, আরোগ্য ও আয়-এই ত্রিশক্তি ত্রিপুরার মানুষের জীবন সহজতর করেছে। আর গত পাঁচ বছরে রাজ্যের প্রত্যেক মানুষের জীবনে পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। গত পাঁচ বছরে রাজ্যের বিজেপি সরকার তিন লক্ষ পরিবারকে পাকা ঘর করে দিয়েছে। ডাবল ইঞ্জিনের এটাই গতিবেগ। এটাই বিজেপি সরকারের কাজের পদ্ধতি ও পরিনাম । যারা মিথ্যা বলে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যূত করার স্বপ্ন দেখছেন তাদের কাছে যোগ্য জবাব আজকের লক্ষ জনতা। এরাই সরকারের সুরক্ষা কবচ। এটা খুবই খুশির বিষয় যে ত্রিপুরার প্রায় ২ লক্ষ মানুষ আয়ুষ্মান যোজনার সাহায্য পেয়েছেন। যদি বিজেপির সরকার না থাকত তাহলে এই সুবিধা কি পেতেন মানুষ? কংগ্রেস ও সিপিএম শুধু গরীবদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে জানে।

অন্যদিকে, বিজেপি আপনাদের জীবন কে সুস্থ ও সুন্দর করার জন্য কাজ করছে। বাড়ি বাড়ি পানীয় জল, উজ্জ্বলা যোজনা সহ প্রকল্পের মাধ্যমে আপনাদের সমস্যা দূর করার কাজ করছে বিজেপি। কংগ্রস ও বাম দলগুলো কখনও আপনাদের সেবা করতে পারবে না বরং এই জনকল্যাণমুখি প্রকল্পগুলোকে বন্ধ করে দিতে চাইছে। জনজাতি সমাজ আবাস, আরোগ্য ও আয়ের ত্রিশক্তির সহচেয়ে বড় লাভ পাচ্ছেন জনজাতি সমাজ। নব্বইটিরও বেশি বনজ সামগ্রীর উপর সহায়ক মূল্য নিশ্চিত করেছে বিজেপি সরকার। এটাই ডাবল ইঞ্জিনের উন্নয়ন। এই গতিতে লাভবান হয়েছেন সরকারি কর্মচারিরাও। আগামীদিনে বিজেপি সরকার উন্নয়নকে আরো গতিশীল ও শক্তিশালী করবেন আপনাদের আশীর্বাদে”।এদিন বক্তব্যের শেষ পর্বে দলীয় কর্মীদের উদ্দ্যেশ্যে একটি দায়িত্ব সঁপে যান প্রধানমন্ত্রী। তিনি প্রত্যেক মানুষকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রণাম ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার আহ্বান রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *