কৃষ্ণপুরে বিজেপি প্রার্থীর জোরদার প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ পাহাড়ি জনপদ থেকে শুরু করে সমতল জনপদে  পদ্ম ফুল ফোটানোর লক্ষ্যে মরিয়া প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেনন বিজেপি দলের মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা৷ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মার সমর্থনে বেশ কয়েকটি এলাকায় সভা এবং জনসম্পর্ক ও ত্যাগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি৷ আর এই কয়েকটা দিনে মধ্যে কোনরকম খামতি রাখতে নারাজ শাসক বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মার সমর্থনে ভোট প্রচার৷ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি  প্রার্থী বিকাশ দেববর্মার সমর্থনে প্রচার অভিযান তুঙ্গে৷ একই দিনে তিনটি দলত্যাগ এবং প্রচার অনুষ্ঠান সংঘটিত করা হয় ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কুঞ্জমুড়া,সুদ্দকরকরী, মাইগঙ্গা, এবং মানিকবাজার এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচার সভা এবং দলত্যাগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ প্রত্যেকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা, বাবুজি  দেববর্মা, বিজেপি খোয়াই জেলার সদস্য রঞ্জিত সরকার এবং প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকার সহ অন্যান্য কর্মকর্তারা৷বর্তমান সরকার জনগণদের স্বার্থে উন্নয়নমুখী কাজকর্ম চালিয়ে যাচ্ছে৷ জয়ের ব্যাপারে  দলীয় প্রার্থীর বিকাশ দেববর্মা ১০০ শতাংশ আশাবাদী বলে জানিয়েছেন৷