নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকান্ড! এবার আগুন লাগল দিল্লির কারোল বাগ এলাকায় অবস্থিত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায়। শনিবার সকাল ৫টা নাগাদ পিএনবি-র শাখায় আগুন লাগে। অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৬টি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকাল ৫টা নাগাদ দমকলে খবর দেওয়া হয় কারোল বাগ এলাকায় অবস্থিত পিএনবি-র শাখায় আগুন লেগেছে। অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৬টি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।