নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একজিট পোল কিংবা ওপেনিয়ন পোল ঘোষণা করা যাবে না৷ ভোট সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট সময়ের পর ওপেন পোল প্রকাশ করা যাবে৷ ১৬ ফেবয়ারি সকাল ৭টা থেকে ২৭ ফেবয়ারি সন্ধ্যা ৭টা পর্যন্ত কোন ধরণের একজিট ও ওপিনিয়ন পোল করা যাবেনা৷
আজ একজিট ও ওপিনিয়ন পোল নিয়ে সংবাদমাধ্যমের এডিটর ও করসপণ্ডেন্টদের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে৷ তিনি আরও জানান, আগামী ১৫ ও ১৬ ফেবয়ারি কেবলমাত্র প্রিন্ট মিডিয়াতে রাজনৈতিক দলগুলির তাদের প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারবেন৷ এই ক্ষেত্রে প্রচারের ধরণ অনুযায়ী রাজনৈতিক দলসমূহকে রাজ্য ও জেলাস্তরের এমসিএমসি কমিটি থেকে পূর্বেই সার্টিফিকেট নিতে হবে৷
১৪ ফেবয়ারি বিকাল ৪টার পর থেকে বৈদ্যতিন মাধ্যম, রেডিও, কেবল নেটওয়ার্ক, ওয়েবসাইট, সামাজিক মাধ্যমে যেকোন রাজনৈতিক অনুষ্ঠানের প্রচার, পুন:প্রচার, প্রসার, চর্চা ইত্যাদি করা যাবেনা৷ কিন্তু নির্বাচন সংক্রান্ত গঠনমূলক আলোচনা করা যাবে৷ সাংবাদিকদের রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, ১৮ জানুয়ারি ২০২৩ থেকে গতকাল পর্যন্ত মোট ৩২ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে৷ যা ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় প্রায় ১২ গুণ বেশী৷ নির্বাচন উপলক্ষে যে সকল নাকা পয়েন্ট তৈরী করা হয়েছে সেগুলিতে সারাদিনব্যাপী যানবাহণের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে৷ প্রত্যেকটি নাকা পয়েন্টের জন্য ৩টি করে দল দায়িত্বপ্রাপ্ত রয়েছে৷
2023-02-10

