‘গরু না ষাঁড়কে আলিঙ্গন করবেন শুভেন্দু”, ‘কাউ হাগ ডে’ নিয়ে খোঁচা কুণালের

কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি.স.):কেন্দ্রের পশুকল্যাণ দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন পালিত হতে চলেছে ‘কাউ হাগ ডে’। গত ৪৮ ঘণ্টায় সামাজিক মাধ্যমে তর্ক-বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি। এবার এই প্রসঙ্গ নিয়েই সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা মারলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের কটাক্ষ, ‘যাঁর মাথা থেকে এটা বেরিয়েছে, তাঁর মস্তিষ্ক সংরক্ষণ করা উচিত।’

এরপর সোজাসুজি শিশির পুত্রকে কটাক্ষ করে কুণালের বক্তব্য , ‘আমি দেখার জন্য মুখিয়ে আছি, শুভেন্দু অধিকারী কী করেন তার জন্য। শুভেন্দু কি গরুকে আলিঙ্গন করবেন? নাকি ষাঁড়কে?’ তাঁর সংযোজন, ‘হয়তো সেদিন দেখতে পাব, নরেন্দ্র মোদী থেকে দিলীপ ঘোষ সবাই গরুর দিকে ছুটে যাচ্ছেন। আর গরু হাম্বা বলে ছুটে আসছে তাঁদের দিকে।’

প্রসঙ্গত, কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরুকে আলিঙ্গন করলে, মিলবে মানসিক সুখ এবং সমৃদ্ধি। প্রাণি সম্পদ বিকাশ কেন্দ্র বিবৃতিতে জানিয়েছে, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে ভারতের বৈদিক সংস্কৃতি একেবারে মুছে যেতে বসেছে। পাশ্চাত্যের চাকচিক্যের কারণে দেশের ঐতিহ্য আর সংস্কৃতিকে ভুলতে বসেছে দেশবাসী। সেই কারণেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।