মুম্বই, ১০ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বই-সাইনগর সিরডি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সবুজ পতাকা নেড়ে মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেসেরও সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মুম্বইতে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করেছেন।প্রধানমন্ত্রী এদিন বলেছেন, এই প্রথমবার একসঙ্গে দু”টি বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। ট্রেন দু”টি মুম্বই এবং পুণের মতো আর্থিক কেন্দ্রগুলিকে আমাদের ভক্তির কেন্দ্রগুলির সঙ্গে সংযুক্ত করবে। কলেজগামী এবং অফিসগামী মানুষ, কৃষক এবং ভক্তদের উপকৃত করবে ট্রেন দু”টি।

