অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়নের লক্ষ্যে এনএসআরসিসি

এনএসআরসিসি-‌৩২০/‌৮

চাম্পামুড়া- ০/০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি।। গেলোবারের দু:‌খ এবার ভোলালো বিশ্বজিৎ পালের ছেলেরা। গেলোবছর দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো এন এস আর সি সিকে। সদর অনূর্ধ্ব-‌১৫ আসরে। এবার সদরের সেরা। ম্যাচ অবশ্য আজ শেষ হবে। তবে প্রথম দিনে স্কোরবোর্ডে যে স্কোর দাড় করালো বিশ্বজিৎ বিশ্বাস-‌রা, তাতে ম্যাচে পরাজয়ের কোনও সম্ভাবনা নেই বললেই চলে। প্রথম দিনে শুক্রবার ২২ গজে কার্যত দাপট দেখালো শঙ্খনীল সেনগুপ্ত। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে দলীয় ২৫৮ রানের মাথায় প্যাভেলিয়নে ফেরে ওই উদীয়মান তারকাটি। করে শতরান। এছাড়া মামিন দাসের অর্ধশতরানে আপাতত চালকের আসনে এন এস আর সি সি। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নেয় এন এস আর সি সি-‌র অধিনায়ক বিশ্বজিৎ বিশ্বাস। শুরুতে স্কোরবোর্ড সচল রাখার থেকে উইকেটে টিকে থাকার উপরই বেশী নজর দেয় আর সি সি-‌র দুই ওপেনার মাহিন চৌধুরি এবং শঙ্খনীল। মাহিন ৫৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে আউট হওয়ার পর শঙ্খনীলের সঙ্গে রুখে দাড়ায় গৌরব রাজ সাহা। ঠান্ডা মাথায় দুজন দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে। গৌরব ৯৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করে আউট হওয়ার পর অঙ্কুর রায় ভৌমিক ২২ গজে দ্রুত রান তোলার দিকে নজর দেয়। অঙ্কুর ৫৯ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করে। দলীয় ২৫৮ রানের মাথায় শঙ্খনীলের সংগ্রামী ইনিংসের সমাপ্তি ঘটে। আউট হওয়ার আগে ২৫৯ বল খেলে ১৬ টি বাউন্ডারির সাহায্যে ১০৮ রান করে বিশ্বজিৎ পাল এবং জয় কিশোর দেববর্মার ‘‌তুরুপের তাস’ ক্রিকেটারটি। মিমন ৩৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করে। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে এন এস আর সি সি নির্ধারিত ৯০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩২০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। চাম্পামুড়ার পক্ষে রাহুল দেবনাথ (‌৩/‌৭৮) এবং সন্দীপন দাস (‌২/‌৬১) সফল বোলার। প্রসঙ্গত:‌ গেলোবছর অনূর্ধ্ব-‌১৪ আসরে সদরের সেরা হয়েছিলো এন এস আর সি সি। এবারই প্রথম অনূর্ধ্ব-‌১৫ আসরে সেরা হতে যাচ্ছে।‌‌‌