বিধ্বংসী আগুনে পুড়ল দিল্লির পরিবহণ নগর বস্তি, হতাহতের কোনও খবর নেই

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): রাতের অন্ধকারে ভয়াবহ আগুন লাগল দিল্লির পঞ্জাবি বাগ এলাকার পরিবহন নগরের বস্তিতে। বৃহস্পতিবার রাতে বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয় আগুন, খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যদিও, আগুনের লেলিহান শিখায় বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে গিয়েছে। তবে, এই অগ্নিকান্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে দিল্লির পঞ্জাবি বাগ এলাকার পরিবহন নগরের বস্তিতে ভয়াবহ আগুন লাগে। আগুনে বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে গিয়েছে, তবে কেউ হতাহত হননি। দমকলের চেষ্টায় শুক্রবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা।