লখনউ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): স্বাস্থ্য, শিক্ষা, সবুজায়ন এবং সামাজিক পরিকাঠামো ভারতে বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত সুযোগ। বর্তমানে ভারত বাধ্য হয়ে নয়, দৃঢ় প্রত্যয় থেকে সংস্কার করছে। শুক্রবার উত্তর প্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ২০২৩ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন উত্তর প্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ২০২৩ উদ্বোধন করার পর নিজের বক্তৃতায় বলেছেন, পরিকাঠামোর পাশাপাশি, ব্যবসা করার সহজতার জন্য নিজস্ব ”সোচ অ্যান্ড অ্যাপ্রোচ” পরিবর্তন করেছে উত্তর প্রদেশ। উত্তর প্রদেশ নতুন ভারতের বিকাশকে চালিত করছে। বিদ্যুৎ থেকে কানেক্টিভিটি সব ক্ষেত্রেই উন্নতি হয়েছে। রাজ্য সার্বিক উন্নয়নের সাক্ষী।প্রধানমন্ত্রীর কথায়, আমি এই শীর্ষ সম্মেলনে সমস্ত বিনিয়োগকারীদের স্বাগত জানাই। বর্তমানে উত্তর প্রদেশ সুশাসন, শান্তি, আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতার জন্য পরিচিত। প্রধানমন্ত্রী বলেছেন, উত্তর প্রদেশে দুগ্ধ, মৎস্য, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ সেক্টর এবং প্রাকৃতিক চাষে বেশ কিছু নতুন উদ্যোগ রয়েছে। বর্তমানে ভারত শস্য বৈচিত্র্যকরণ এবং আমাদের কৃষকদের খরচ কমানোর দিকে মনোনিবেশ করছে। তাই আমরা প্রাকৃতিক চাষের প্রচারে অনেক প্রচেষ্টা করছি।
প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে শুরু হওয়া উত্তর প্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলন ২০২৩ চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তর প্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলন ২০২৩-এর উদ্বোধন করতে শুক্রবার সকালেই লখনউ-তে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিবাদন জানান উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর উত্তর প্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলন ২০২৩-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও।

