ত্রিপুরায় এলেন ড্রিম গার্ল, নির্বাচনী প্রচারে ঝড় হেমা মালিনীর

শান্তিরবাজার, ১০ ফেব্রুয়ারি (হি. স.) : বিলোনিয়া ও ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে আজ শুক্রবার নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন ড্রিম গার্ল হেমা মালিনী। এই দুই কেন্দ্রেই নির্বাচনী প্রচারে এসেই রীতিমতো ঝড় তুললেন হিন্দি চলচ্চিত্র তারকা তথা সাংসদ হেমা মালিনী।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হাতেগোনা আর কয়েকটি দিন বাকি রয়েছে। শাসক দল বিজেপির প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বরা নির্বাচনী প্রচারের ঝড় তুলেছেন প্রার্থীদের সমর্থনে। শুক্রবার বিলোনিয়া ও ঋষ্যমুখ কেন্দ্রের প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার করলেন হিন্দি চলচ্চিত্র তারকা তথা ড্রিম গার্ল হেমা মালিনী। 

প্রথম বিজয় সংকল্প সমাবেশ হয় ঋষ্যমুখ কেন্দ্রের দক্ষিণ সোনাইছড়ি বাজার সংলগ্ন মাঠে। বিজেপি মনোনীত প্রার্থী দ্বীপায়ন চৌধুরীর সমর্থনে হয় এই জন সমাবেশ। দ্বিতীয় সমাবেশ হয় বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের কালিনগর নতুন মোটর স্ট্যান্ডে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী গৌতম সরকার। এই দুটি কেন্দ্রের বিজয় সংকল্প জন সমাবেশে উপস্থিত ছিলেন হিন্দি চলচ্চিত্র তারকা তথা সাংসদ হেমা মালিনী । এছাড়া উপস্থিত ছিলেন দুই কেন্দ্রের প্রার্থী, বিধায়িকা মিমি মজুমদার, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিন সাংসদ হেমা মালিনী বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। তাঁর দিশায় হেঁটে ত্রিপুরাতেও উন্নয়ন হয়েছে। আগামীদিনেও উন্নয়ন বজায় রাখার জন্য বিজেপি প্রার্থীদের জয়ী করুন।