আঙ্কারা, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : সিরিয়া ও তুরস্কের দক্ষিণাঞ্চলে শতাব্দীর প্রলয়ঙ্কারী ভুমিকম্পে মৃতের সংখ্যা ২২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। তার মধ্যে শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৯৯১ জন। ১৯৯৯ সালে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে মারা গিয়েছেন ১৮ হাজার মানুষ। সেই রেকর্ড ভেঙে গিয়েছে। সময় যত গড়াচ্ছে ততই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা প্রিয়জনদের বাঁচার আশা ছাড়ছেন পরিবারের সদস্যরা। যদিও ধ্বংসস্তুপের নিচ থেকে এখনও বহু মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করে আনছেন উদ্ধারকারীরা।
শুক্রবার ভারতীয় সময় সনধে সাড়ে ছয়টা পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ভোরের ভয়াবহ ভুমিকম্পে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। তার মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৯৯১। সিরিয়ায় ৩ হাজার ৩৭৭ জন প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তুপ সরাতেই একের পর এক বরফ জমাট বাঁধা মৃতদেহ উদ্ধার করছেন উদ্ধারকারীরা।
ভূমিকম্পের ১০৪ ঘন্টা বাদে কিরিখন শহরের ধ্বংসস্তুপ থেকে জেইনাপ কাহরেমন নামে ৪০ বছর বয়সী এক মহিলাকে উদ্ধার করেছেন জার্মানি উদ্ধারকারী দলের সদস্যরা। ভূমিকম্পের উৎসস্থল কাহরামানমারাস থেকে উদ্ধার করেছেন দুই বোনকে। ১০০ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে জীবিত অবস্থায় একের পর এক মানুষকে উদ্ধার করতে পেরে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ছেন উদ্ধারকারীরা।

