১০ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে সফর প্রধানমন্ত্রীর, মোদী যাবেন মহারাষ্ট্রেও

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার, ১০ ফেব্রুয়ারি উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন। ওই দিন সকালে লখনউতে তিনি “উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলন-২০২৩”-এর উদ্বোধন করবেন। এছাড়া “গ্লোবাল ট্রেড শো”-এর পাশাপাশি “ইনভেস্ট ইউপি ২.০” কর্মসূচিরও সূচনা করবেন তিনি। উত্তর প্রদেশের পাশাপাশি মহারাষ্ট্রের বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

মুম্বইতে দুপুর ২.৪৫ মিনিট নাগাদ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এবং মুম্বই-সাইনগর শিরডি বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এই ট্রেনগুলি দেশের নবম এবং দশমতম বন্দে ভারত ট্রেন হবে। এরপর বিকেল সাড়ে ৪টায়, তিনি মুম্বইয়ের মারোল-এ আলজামেয়া-তুস-সাইফিয়া- দ্য সাইফি একাডেমী–র নতুন ক্যাম্পাস উদ্বোধন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *