অমৃতসর, ৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ফের ড্রোন উড়তে দেখল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাতে পঞ্জাবের গুরুদাসপুর জেলায় আদিয়া পোস্টের কাছে একটি ড্রোন উড়তে দেখেন বিএসএফ জওয়ানরা, ড্রোনটিকে দেখা মাতৃ বিএসএফ জওয়ানরা গুলি চালান। ড্রোনটি সম্ভবত পাকিস্তানের দিকে ফিরে গিয়েছে।
গুরুদাসপুর সেক্টরের বিএসএফ ডিআইজি প্রভাকর জোশি বলেছেন, বুধবার রাতে বিএসএফ-এর আদিয়া পোস্টের কাছে একটি পাকিস্তানি ড্রোন দেখা যায়। বিএসএফ জওয়ানরা ড্রোন লক্ষ্য করে গুলি চালান। বুধবার রাত ৯টা ৪০ মিনিটে গুরুদাসপুরের আদিয়া সীমান্ত ফাঁড়ির কাছে ড্রোনটিকে দেখা যায়। বিএসএফ জওয়ানরা পাকিস্তানি ড্রোন লক্ষ্য করে ১৬ রাউন্ড গুলি চালাযন এবং একটি আলোক বোমাও ব্যবহার করেন।