রেকর্ড সংখ্যক পদকের প্রত্যাশায় জাতীয়মাস্টার্স অংশ নিচ্ছে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি।। স্বপ্ন নতুন রেকর্ড গড়া। সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন রাজ্যের মাস্টার্স অ্যাথলেটরা। ওই রাজ্যে ১৪-‌১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪৩ তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে হবে আসর। ২০১৯ সালে ৪১ তম আসরে ত্রিপুরার দখলে ছিলো ১৯ পদক। গেলো বছর তামিলনাড়ুতে অনুষ্ঠিত আসরে ৩ টি স্বর্ণ সহ ত্রিপুরা পেয়েছিলো ৩১ টি পদক। এবার গেলোবারের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে প্রায় ২ মাস কঠোর অনুশীলন করেছেন ত্রিপুরার মাস্টার্স অ্যাথলেটরা। ত্রিপুরা স্পোর্টস স্কুল মাঠে। বৃহস্পতিবার এন এস আর সি সি-‌তে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স সংস্থার সভাপতি পঙ্কজ বিহারী সাহা। ৬০ সদস্যের এবারের ত্রিপুরা দল কম করে ৪০ টি পদক পাবেই বিশ্বাস সভাপতির। উৎসাহিত করার জন্য সভাপতি নিজের উদ্যোগে এদিন ট্র‌্যাক স্যুট দেন অ্যাথলেটদের। রাজ্য সংস্থার কার্যকরি সভাপতি তপন ভট্টাচার্য মনে করেন, এবছর স্বর্ণ পদকের সংখ্যাও বাড়বে। গেলো বছর ছিলো ৩ টি স্বর্ণপদক। এবার এর দ্বিগুন হওয়ার সম্ভাবনা বেশী। গেলো বছর স্বর্ণ পদক জয়ী শম্ভু রায়, তপন শীল এবং বিপ্লব মজুমদার এবারও রয়েছেন ত্রিপুরা দলে। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন স্পন্সরর জেমিনি বেসিলারি লিমিটেড এর ইউনিট প্রধান কে কে সিং, সেলস এক্সিকিউটিভ দীপন রায়, রাজ্য সংস্থার সহ সভাপতি স্বপন সাহা,  লক্ষ্মন দে, সিনিয়র মেম্বার বিনয় লোধ, সাধারণ সচিব আশিস পাল প্রমূখ। সম্মেলনে উপস্থিত ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারী সরযূ চক্রবর্তীও সংক্ষিপ্ত বক্তৃতায় ত্রিপুরা দলের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান। ত্রিপুরা দল:‌ নারায়ন ঘোষ, যুগল কিশোর দেব, বিকল্প রুদ্র পাল, কাজল চন্দ্র দাস, মাহাবুল আলম, কোনার্ক রায়, ইন্দ্রজিৎ সরকার, পরিমল পাল, দিলীপ মোদক, নির্মলেন্দু ভৌমিক, লিটন দেব, শম্ভু রায়, দুলাল দাস, লিটন দেববর্মা, বিকাশ দেববর্মা, রাজিন্দর কুমার পাঠানিয়া, তপন শীল (অধিনায়ক), প্রিয়লাল সাহা, রাজেশ ত্রিপুরা, প্রশান্ত সরকার, বিপ্লব মজুমদার, স্নেহাশিষ দেবনাথ, অমিয় কুমার দাস, রবি দাস, রাশু বিশ্বাস, কেশব লাল রায়, পরিমল ঘোষ, বিপ্লব রায়, অশোক কুমার চৌধুরি, দেবাশিষ মজুমদার, গোপাল সাহা, জহর মিঁয়া, কৃষ্ণ দেববর্মা, সুদীপ্ত দত্ত, সাকিম হুসেন, রিপন দাস, প্রতুল বনিক ,আশিষ পাল, নিখিল সাহা,চন্দন চক্রবর্তী, দিলীপ দাস, অশেষ ভট্টাচার্য। মহিলা বিভাগ: তাপসী দেব দাস, পান মনি মান্ডি, সবিতা নম:‌, বর্ণালি রায় বসাক, দেবি রাণী দাস, কাজল দাস প্রধান, চন্দনা দাস (‌সাহা), মিতালী দেবনাথ, মমতা নাথ, গায়েত্রী মজুমদার (‌সাহা), শেফালি বর্ধন (দলনেত্রী), সবিতা দাস, অর্চনা বনিক, কবিতা দাস, রিঙ্কু সরকার, জবা পাল দত্ত, নিওক্রা

 হালাম এবং লাকি রায়। পুরুষ টিমের কোচ:‌ চন্দন চক্রবর্তী, সহ-কোচ প্রিয় লাল সাহা, মহিলা টিমের কোচ: শেফালি বর্ধন, জেনারেল ম্যানেজার: নিখিল সাহা এবং মহিলা টিম ম্যানেজার: অমিয় দাস। ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *