নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি আবগারি নীতি ২০২১-২২ অর্থ তছরুপ মামলার তদন্তে চ্যারিয়ট প্রোডাকশন মিডিয়া প্রাইভেট লিমিটেডের মালিক রাজেশ জোশীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিজ্ঞাপন পেশাদার রাজেশ জোশীকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে।
গত বছরের গোয়া বিধানসভা নির্বাচনের জন্য ‘কিকব্যাক’-এর অভিযোগের সঙ্গে তাঁর তার যোগসূত্র ইডি-র নজরে রয়েছে। ইডি আদালতে জমা দেওয়া একটি চার্জশিটে অভিযোগ করেছে, দিল্লির আবগারি নীতিতে কথিত ১০০ কোটি টাকার “কিকব্যাক”-এর একটি অংশ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দলের ২০২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনের প্রচারে “ব্যবহার করা হয়েছিল”।