লংকামুড়ায় বিজেপির প্রচার সজ্জা নষ্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের লংকামুড়া এলাকায় শাসক দল বিজেপির প্রচার নষ্ট করে দিয়েছে দুষৃকতীরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের লঙ্কামুড়া এলাকায় শাসকদল বিজেপির প্রচার  সজ্জা নষ্ট করে দেওয়াকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ গতকাল রাতের আঁধারে এই অপকর্ম সংঘটিত হয়েছে৷ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে এলাকার  বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাসকে খবর দেন৷ খবর পেয়ে বিজেপির প্রার্থী ডাক্তার দিলীপ দাস ঘটনাস্থলে ছুটে যান৷ এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন কংগ্রেস সিপিএম  অশুভ জোটের  কর্মীরাই এ ধরনের ঘটনা সংঘটিত করেছে৷ এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার চক্রান্ত চালানো হচ্ছে৷ তিনি দলীয় কর্মী সমর্থকদের কোন ধরনের প্ররোচনায় পা না দিয়ে শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখার আহ্বান জানিয়েছেন৷ বিজেপি প্রার্থী তথা এলাকার বিধায়ক ডক্টর দিলীপ দাস বলেন এলাকার মানুষ বিজেপিকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য সময়ের অপেক্ষা করছেন৷ কংগ্রেস সিপিএম জোটকে  অশুভ জোট আখ্যায়িত করে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য তিনি গণদেবতাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷