বঙাইগাঁওয়ে ১৬ বছরের বালিকা-অন্তঃসত্ত্বার মৃত্যু, গ্ৰেফতার বাবা ও স্বামী

বঙাইগাঁও (অসম), ৯ ফেব্রুয়ারি (হি.স.) : বঙাইগাঁও জেলায় ১৬ বছরের এক বালিকা-অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর নাবালিকা বিবাহের দায়ে গ্রেফতার করা হয়েছে নিহত মেয়ের বাবা আয়নাল হক এবং স্বামী শাহিনুর আলিকে।

প্রাপ্ত খবরে প্রকাশ, জেলার যোগীঘোপা থানার অন্তর্গত কাবাইতারি গ্রামের নাবালিকা অন্তঃসত্বা গৃহবধূ প্রসব বেদনায় আক্রান্ত হলে তাকে নিকটবর্তী চলন্তপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন তার পরিবারের সদস্যরা। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে যাওয়ার পথে যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

যোগীঘোপা থানার তদন্তকারী পুলিশ অফিসার আজ এই খবর দিয়ে জানান, পার্ট-১ কারিয়ার ১৬ বছর বয়সি এই নাবালিকার গত বছর বঙাইগাঁওয়ের কাবাইতারি, পার্ট-১ গ্রামের জনৈক শাহিনুর আলির সঙ্গে বিয়ে হয়েছিল। তরুণীর পরিবারের সদস্যরা তার গর্ভধারণের বিষয়টি গোপন করার চেষ্টা করেছিল। এমন-কি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে বাড়িতে নিয়ে প্রসবের চেষ্টা করেছিল তারা। ইতিমধ্যে গ্রেফতারকৃত মেয়ের বাবা আয়নাল হক এবং স্বামী শাহিনুর আলিকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত, জানান পুলিশ অফিসার।

এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বঙাইগাঁওয়ের জেলাশাসক এবং স্বাস্থ্য বিভাগের দল চলন্তপাড়া স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেন।

বঙাইগাঁও জেলা স্বাস্থ্য যুগ্ম অধিকৰ্তা ডা. পরেশ রাই জানান, ‘প্রসবোত্তর রক্তক্ষরণের দরুন তরুণীটির মৃত্যু হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর আমরা মৃত্যুর কারণ সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত করতে সক্ষম হব।’ তিনি বলেন, ‘মামলাটি বর্তমানে তদন্তাধীন। বিস্তারিত এখনই কিছু বলা সম্ভব নয়। শুধু বলতে পারি, এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ ঘটনা এবং এবং অবশ্যই উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার মামলা।’