বিএসএফের হাতে ধৃত এক বাংলাদেশিসহ দুজন

শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : এক বাংলাদেশি নাগরিকসহ দুজনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বিএসএফ-র পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফের সীমান্ত চৌকি খয়রিবাড়ি ২১ কর্পস বিশেষ অভিযানে চারটি গরু ও ২৬০টি বাংলাদেশি মুদ্রাসহ এক বাংলাদেশি পাচারকারীকে আটক করেছে। ধৃত বাংলাদেশী পাচারকারীর নাম সোহেল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলদিবাড়িতে বসবাস করে আসছিলেন। ধৃত পাচারকারীকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মানিকগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিএসএফ।

অন্য একটি ঘটনায়, ১৩৭ কর্পস পতিরাম আঞ্চলিক সদর দফতর রায়গঞ্জের বর্ডার আউট পোস্ট চকগোপালের চটপটে জওয়ানরা নিষিদ্ধ কাশির সিরাপ সহ একজন ভারতীয় নাগরিককে আটক করেছে। ধৃত ভারতীয় পাচারকারীর নাম মাহফুজ মন্ডল। ভারতীয় পাচারকারীর কাছ থেকে ১৮০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, ভারতীয় মুদ্রা ও একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।