বাজারিছড়া (অসম), ৮ ফেব্রুয়ারি (হি.স.) : প্ৰতি বছরের মতো এবারও করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়ার শিববাড়িতে আগামী শুক্রবার থেকে অনুষ্ঠিত হতে চলেছে ৩২ প্রহরব্যাাপী ভূবনমঙ্গল হরিনাম মহাসংকীর্তন। আগামীকাল বৃহস্পতিবার রাতে শুভ অধিবাসের মাধ্যমে হরিনাম মহাযজ্ঞের শুভারম্ভ হবে। চলবে ১৩ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত।
ভূবনমঙ্গল হরিনাম মহাসংকীর্তনে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী ত্রিপুরা থেকে বিভিন্ন কীর্তনীয়া দল অংশগ্ৰহণ করে কীর্তন পরিবেশন করবেন। আয়োজকরা জানান, ত্রিপুরা থেকে বিলোনিয়ার শ্রীগুরু সম্প্রদায় ও ধর্মনগরের তিলথৈর সুধাময়ী সম্প্রদায়, শিলচরের জগন্নাথ সম্প্রদায়, বাজারিছড়ার রাধারমণ সম্প্রদায় ও গুমড়ার স্বর্ণময়ী সম্প্রদায় কীর্তন পরিবেশন করবেন। কীর্তনের প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে। স্থানীয় শিববাড়িকে সাজিয়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন করে।
কীর্তন পরিচালন সমিতির সভাপতি কৌশিক দেবরায়, মণীষ দাস, দুলু সেন, রজত নাগ, মনোজ দাশগুপ্ত, সুচরিত পাল, ইন্দ্রজিত পাল, মনতোষ পালরা জানান স্থানীয়, সনাতনী ভক্তদের সক্রিয় সহযোগিতায় এখানে গত ৩০ বছর ধরে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে। অন্যারন্যা বছরের মতো এবারের কীর্তনেও থালার মহাভোগ সহ মহাপ্রসাদ বিতরণ করা হবে। আগামি ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে নগর পরিক্রমা, দধিভাণ্ড ভঞ্জন, মহান্ত বিদায়ের মধ্যে দিয়ে সংকীর্তনের সমাপ্তি হবে। এতে সকল সনাতনী ভক্তদের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।

