আগরতলা, ৭ ফেব্রুয়ারি(হি. স.) : বিজেপির শাসনে ত্রিপুরায় উন্নয়নের ধারা প্রচন্ড গতি ধরেছে। তাই, সিপিএমের সাথে মিলে কংগ্রেস ষড়যন্ত্র শুরু করেছে। কারণ, দুর্নীতি কংগ্রেসের পরিচিতি। আজ বাগবাসা বিধানসভা কেন্দ্রে বিজয় সংকল্প জনসভায় বামফ্রন্ট ও কংগ্রেসকে এভাবেই বিঁধেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, ত্রিপুরায় এই প্রথম ডাবল ইঞ্জিনের সরকারের দৌলতে ভেদাভেদ ছাড়া সকলে সুশাসনের সুযোগ পাচ্ছেন।
এদিন যোগী আদিত্যনাথ বলেন, পাঁচ বছরে ত্রিপুরা আলাদা পরিচিতি পেয়েছে। বিকাশের মূল মন্ত্রের বাস্তবিক রূপ ত্রিপুরায় দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিষাণ সন্মান নিধি, আয়ুষ্মান কার্ড, রেগা সমস্ত সরকারী প্রকল্পের সুযোগ ভেদাভেদ ছাড়া সকলের কাছে পৌছে যাচ্ছে।
তিনি বলেন, ত্রিপুরার মানুষ দীর্ঘ সময় সিপিএমের কুশাসন, অরাজকতা, খুন, সন্ত্রাস, বেকারত্ব দেখেছে। এই প্রথম ডাবল ইঞ্জিনের সরকার ভেদাভেদ ভুলে সুশাসনের সুযোগ সকলের কাছে পৌছে দিচ্ছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সিপিএমের কুশাসনের সাথে দুর্নীতিবাজ কংগ্রেস মিলেছে। স্বাধীনতার পর থেকে কংগ্রেস সারা দেশকে ঠকিয়েছে। ত্রিপুরার মানুষকে উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত করতেই তাঁরা একজোট হয়েছে। এখনই সকলের সতর্ক হতে হবে, পরামর্শ দেন তিনি।
যোগী আদিত্যনাথ আজ মানুষের আস্থার সাথে খেলার অভিযোগ এনে কংগ্রেসকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তাঁর কথায়, কংগ্রেস মানুষের আস্থার সাথে খেলেছে। রাম মন্দির নির্মাণে কংগ্রেস বিরোধিতা করেছে। রাম ও শ্রীকৃষ্ণের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। অথচ, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্য আজ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হচ্ছে।
তাঁর কটাক্ষ, দেশে দুর্নীতির জন্য কংগ্রেসের ভীষণ পরিচিতি রয়েছে। কারণ, তাঁরা উন্নয়ন হোক পছন্দ করেনা। তেমনি, ত্রিপুরায় উন্নয়নের ধারা গতি ধরেছে, কংগ্রেসের সহ্য হচ্ছে না। তাই, উন্নয়ন থামাতে কংগ্রেস এখন সিপিএমের সাথে মিলে ষড়যন্ত্র শুরু করেছে, অভিযোগ করেন তিনি।তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। মানুষের কাছে ঘর, বিদ্যুত, পানীয় জলের সুবিধা পৌছে গেছে। অসুরক্ষিত ত্রিপুরায় এখন সুরক্ষার পরিবেশ তৈরি হয়েছে। তাই, বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরায় পুণরায় ফিরিয়ে আনতে হবে। কারণ, সকল অংশের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবচেয়ে বেশি ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুনিশ্চিত করেছেন।

