দক্ষিণ পেরুতে ভূমিধসে মৃত্যু ১৫ জনের, আহত কমপক্ষে ২০ ও খোঁজ নেই দু’জনের

লিমা, ৭ ফেব্রুয়ারি (হি.স.): পেরুর দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন। ভূমিধসের ঘটনায় ২০ জন আহত হয়েছেন ও দু’জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। আরেকুইপা অঞ্চলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে পেরু কর্তৃপক্ষ। গত রবিবার মুষলধারে বৃষ্টির ফলে কাদামাটি এবং পাথরের ধস নামল ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।

স্থানীয় সময় অনুযায়ী সোমবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন ১৫ জন। ২০ জন আহত হয়েছেন ও দু’জনের খোঁজ পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিকোলাস ভ্যালকারসেল নামে একটি এলাকার চারটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকুইপার গভর্নর রোহেল সানচেজ বলেছেন, “এই চারটি গ্রামের পরিস্থিতি সত্যিই খারাপ।”