জয়পুরে সি.কে নাইডু ট্রফি ফলোঅনে ত্রিপুরার বিক্রম লড়ছে

রাজস্থান-‌ ৩৭১

ত্রিপুরা-‌ ১৯০ ও ১৫২/‌১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। নিশ্চিত ফলাফলের পথে ত্রিপুরা-‌ রাজস্থান ম্যাচ। ফলোঅনে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মানসিকতা দেখালেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। ওই মানসিকতা যদি মঙ্গলবার তৃতীয় দিনেও বজায় থাকে তাহলে ম্যাচ জমবে। কড়া চ্যালেঞ্জ স্বাগতিক দলকে ছুঁড়ে দিতে পারবে ত্রিপুরা। নতুবা মরশুমে তৃতীয় পরাজয়ের গ্লানি নিয়েই জয়পুর ছাড়বেন বিক্রম দেবনাথ-‌রা। আপাতত ২৯ রানে পিছিয়ে ত্রিপুরা। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে কড়া প্রতিরোধ গড়ে তুললেন পল্লব-‌রা। আসরের শেষ দুই ম্যাচের ৩ ইনিংসে ব্যর্থ বিক্রম কুমার দাস রানে ফিরলেন। রয়েছেন শতরানের দৌড়গোড়ায়। আগামীকাল বিক্রম থেকে বড় ইনিংস আশা করছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থানের ৩৭১ রানের জবাবে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে ত্রিপুরা গুটিয়ে যায় মাত্র ১৯০ রানে। সেন্টু সরকার কড়া প্রতিরোধ গড়ে তুললেও দলের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ত্রিপুরা ফলোয়ন এড়াতে পারেনি ত্রিপুরা। সেন্টু ১৩৩ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৭৩ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে শ্রীদাম পাল ৬১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৬, দলনায়ক বিক্রম দেবনাথ ৬৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং পল্লব দাস ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। রাজস্থানের পক্ষে এম জে সুতার (‌৩/‌৬১), রোহিত খিচর (‌২/‌২৬), সালোদ্দিন (‌২/‌৩৩) এবং ডি ভাম্বু (‌২/‌৩৭) সফল বোলার। ১৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়‌‌‌‌ ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে বিক্রম কুমার দাস এবং পল্লব দাস ১১১ রান যোগ করে ত্রিপুরাকে বড় স্কোর গড়ার দিকে নিয়ে যান। পল্লব ৬৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করে আউট হলেও উইকেট আগলে রাখেন বিক্রম। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা ৩১ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১৫২ রান করে। বিক্রম ১০৩ বল খেলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে ৯২ রানে এবং সেন্টু সরকার ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৮ রানে অপরাজিত রয়েছেন। ত্রিপুরা এখনও পিছিয়ে রয়েছে ২৯ রানে। আজ ত্রিপুরার অপরাজিত দুই ব্যাটসম্যানের উপরই বড় স্কোর গড়া নির্ভর করবে।