BRAKING NEWS

বিশালগড়ের গজারিয়ায় ত্রিশ কানি জমিতে গাঁজা বাগিচা ধবংস করল নিরাপত্তা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ বিশালগড় থানার পুলিশ ও  নিরাপত্তা বাহিনীর জোয়ানরা  যৌথ অভিযান চালিয়ে গজারিয়ায় ৩২ টি প্লটে ৩০ কানি জায়গায় এক কোটি টাকার  অধিক পরিমাণ গাঁজা গাছ ধবংস করে৷ সোমবার সকাল ৮ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত  চলে এই অভিযান৷ গোপন খবরে ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ  ও নিরাপত্তা কর্মীরা সোমবার সকাল ৮থেকে দুপুর ১২ পর্যন্ত গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩২ টি প্লটে ৩০ কানি জায়গায় এক লক্ষ  ১৫ হাজার হাজার গাঁজা গাছ ধবংস করেন৷ যার বাজার মূল্য এক কোটি টাকা৷ এদিনের অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি বাদল সাহা ,থানার পুলিশ ,আসাম রাইফেলস,  টিএসআর সহ অন্যান্য বাহিনীর জোয়ানরা৷ জানা যায় ,গাঁজা কারবারিরা সরকারি  জমিকে ভর করে গাঁজা বাগান গড়ে তুলেছিল৷ আর কিছুদিনের মধ্যে এই গাঁজা বাগান গুলি কাটা শুরু করতে চলেছিল কারবারিরা৷ তার মধ্যেই পুলিশের কাছে গোপন খবর আসে গজারিয়ায় সরকারি জমিতে গড়ে ওঠেছে গাঁজা বাগান৷ পুলিশের এই অভিযানকে  রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে  তাকিয়ে দূর থেকে দেখতে থাকে গাঁজা কারবারীরা৷ রাজ্যের  প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব ও বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার  সংকল্প ত্রিপুরাকে নেশা মুক্ত করা৷সেই সংকল্পকে পাথেয় করে রাজ্য পুলিশ প্রশাসন কঠোর ভাবে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কাজে লেগে পড়েছেন৷ তারই অঙ্গ হিসেবে বিশালগড় গজারিয়ায় অভিযান৷প্রথমে গাঁজা গাছগুলো কেটে সমস্ত গাছ গুলোকে একত্রিত করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে  ধবংস করে দেওয়া হয়৷ বিশালগড় থানার পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকদের এই অভিযানকে  সাদুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ৷ আগামী দিনে বিশালগড় থানার এই অভিযান জারি থাকবে বলে জানান  থানার ওসি বাদল সাহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *