অনূর্ধ্ব ১৫ সুপার ফোরের দ্বিতীয় রাউন্ড আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। একদিন বিরতির পর সুপার ফোরের ম্যাচ শুরু আগামীকাল থেকে। এম বি বি স্টেডিয়ামে আত্মবিশ্বাসী চাম্পামুড়ার বিরুদ্ধে খেলবে জি বি প্লে সেন্টার। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে এন এস আর সি সি খেলবে ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। সুপার ফোরের প্রথম ম্যাচে চাম্পামুড়া এবং এন এস আর সি সি প্রথম ইনিংসে লিড নিয়ে ৩ পয়েন্ট পেয়ে আপাতত খেতাবের দৌড়ে এগিয়ে রয়েছে। আগামীকাল থেকে দুই ম্যাচে ওই দুই দল ভালো ফলাফল করতে পারলেই খেতাবের দৌড়ে এগিয়ে যাবে। ৪ দলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ম্যাচে ফেভারিট হিসাবেই মাঠে নামবে চাম্পামুড়া এবং এন এস আর সি সি। ‌