করিমগঞ্জ (অসম) ৬ ফেব্রুয়ারি (হি.স.) : সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টের পক্ষ থেকে এবার ‘সিলেটি রত্ন অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে করিমগঞ্জের অবসরপ্ৰাপ্ত শিক্ষক তথা বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দ্রজ্যোতি ভট্টাচাৰ্যকে। সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন সংস্থার কর্মকর্তারা।
উল্লেখ্য চন্দ্রজ্যোতি ভট্টাচার্যের জন্ম ১৯৩৮ সালে। তাঁর আদি নিবাস বাংলাদেশের পঞ্চখণ্ডে। চন্দ্রজ্যোতি ভট্টাচাৰ্য একজন বহুমুখী প্রতিভার অধিকারী। সফল শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি একজন বিশিষ্ট ক্রীড়াবিদ হিসাবেও বরাক উপত্যকাবাসীর কাছে সুপরিচিত। কর্মজীবনে তিনি করিমগঞ্জ নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক ছিলেন। করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদেও ছিলেন তিনি। তাছাড়া আকাশবাণী শিলচর, শিলচর দূরদর্শন কেন্দ্রের ফুটবল এবং ক্রিকেট খেলার একজন ভাষ্যকারের ভূমিকাও পালন করেছেন। বরাক উপত্যকার ক্রীড়া সাংবাদিক সংস্থার পক্ষ থেকে তাঁকে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারও দেওয়া হয়েছিল।
সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টের পক্ষ থেকে করিমগঞ্জ নীলমণি রোডের বাসভবনে গিয়ে তাঁর হাতে ‘সিলেটি রত্ন অ্যাওয়ার্ড’ প্রদানকালে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সিলেটি ফোরামের করিমগঞ্জ শাখার রাজেশ দাস, মুক্তি ভট্টাচার্য দে, রাজদীপ চৌধুরী, অমিতাভ চৌধুরী।

