পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার অন্তর্গত বস্তি এলাকায় সোমবার সকালে আগুন লেগে পাঁচটি বাড়ি পুড়ে গেছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ খবর লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, দমকল আসার আগেই পাঁচটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ঘরে রাখা কাগজপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। কয়েকটি বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন সকালে হঠাৎ কেউ কলোনিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। এছাড়াও জলের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে পারেনি স্থানীয় বাসিন্দারা। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের আশ্বাস দিয়েছে ক্ষীরপাই পৌরসভা।

