রায়গঞ্জ, ৬ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। সোমবার সাতসকালে শহরের দেহশ্রী মোড় সংলগ্ন এলাকায় দুটি কাপড়ের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভস্মীভূত হয়ে যায় দুটি দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবি মালিকপক্ষের। ঘটনাস্থলে রায়গঞ্জ দমকলবাহিনীর দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, দুটি দোকানই রায়গঞ্জ শহরের বহু পুরোনো কাপড়ের দোকান। কাপড়, শাড়ি সহ লেপ কম্বল, বালিশ বিক্রি হয় সেখানে। দুটি দোকানেই মজুত ছিল বিপুল পরিমাণ তুলো ও কাপড়। এদিন সকাল ১০ টা নাগাদ আচমকাই দোকানে আগুন দেখতে পান কর্মীরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে দুটি দোকানকেই। আশপাশে আরও অনেক দোকান, হোটেল থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রায়গঞ্জ পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন কুমার বর্মন সহ বণিকসভার সদস্যরা ঘটনাস্থলে যান। শর্ট শার্কিট না অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে।

