ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি।। সুজিতের অলরাউন্ড পারফরম্যান্স, সঙ্গে অর্ঘ্যদীপের দুর্দান্ত ব্যাটিং। দুই মিলে ছৈলে়ংটা ক্রিকেট জোন দুরন্ত জয় পেয়েছে। হারিয়েছে মনু ক্রিকেট জোনকে। লংতরাইভ্যালি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৫ লীগ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় আজ, সোমবার ছৈলেংটা ক্রিকেট জোন ১০ উইকেটের বিশাল ব্যবধানে মনু ক্রিকেট জোনকে পরাজিত করেছে। খেলা ছিল ছৈলেংটায় ঘাগড়াছড়া হাই স্কুল গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে টস দিতে মনু ক্রিকেট জোন প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ১৯ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে মনু ক্রিকেট জোন ১১০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে বিশাল মালাকারের ১৯ রান, রামানন্দ সাহার ১৮ রান এবং রাজ মালাকারের ১২ রান বাদ দিলে আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। অতিরিক্ত খাতে ৪৫ রান না যোগ হলে দলীয় স্কোর শতক অতিক্রম হতো না। ছৈলে়ংটা ক্রিকেট জোনের সুজিত ঋষি দাস একাই চারটি উইকেট তুলে নেয় ২৭ রানের বিনিময়ে। এছাড়া, অর্ঘ্যদীপ চৌধুরী ২৪ রানে তিনটি, আকাশ চাকমা ৮ রানে দুটি এবং অনিকেত রায় একটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে ছৈলেংটা ক্রিকেট জোনের অধিনায়ক অর্ঘ্যদীপ চৌধুরী এবং অলরাউন্ডার সুজিত ঋষি দাসের ওপেনিং জুটির অনবদ্য ব্যাটিং দলকে জয় এনে দেয়। অর্ঘ্যদীপ ৪১ রানে এবং সুজিত ৪০ রানে অপরাজিত থাকার পাশাপাশি অতিরিক্ত খাতে ৩০ রান যোগ করে ১০.১ ওভার খেলেই ছৈলেংটা ক্রিকেট জোন জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বলে-ব্যাটে অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে সুজিত ঋষি দাস প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছে।
2023-02-06

