ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। রানের পাহাড়ের নীচে চাপা পড়লো শচীন্দ্রলাল বিদ্যানিকেতন স্কুল। ২৮৯ রানের বড় ব্যবধানে জয় পেলো নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। দ্বীপ জয় গুরু বিশ্বাসের শতরান, দ্বীপ দে-র অর্ধশতরান এবং অর্পন ভট্টাচার্যর অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে। রাজ্য ক্রিকেট সংস্থা সদর আন্ত: স্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ব্যাটসম্যানদের ব্যাটিং তান্ডবে কার্যত দিশেহারা হয়ে পড়ে শচীন্দ্রলাল বিদ্যানিকেতন স্কুলের বোলাররা। ওই স্কুলের বোলারদের অনেকটা নীচু মানে নামিয়ে এনে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। দল নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে বিশাল ৪০৭ রান করে। যা এবারের আসরে এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ রান। ম্যাচের প্রথম ওভার থেকেই ঝড়ো গতিতে ব্যাট করতে থাকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ব্যাটসম্যান-রা। আর এতে মূখ্য ভূমিকা নেয় দ্বীপ জয়। মাত্র ৬১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১১ রানের ঝড়ো ইনিংস উপহার দেয় দ্বীপ রাজ। যা এবারের আসরের দ্রুততম শতরান। এছাড়া দলের পক্ষে দ্বীপ দে ৪৫ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪, প্রসেনজিৎ সাহা ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, অর্পন ভট্টাচার্য ২৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, রুদ্র সেনগুপ্ত ৩৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং সূর্য দাস ১৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৭০ রান। শচীন্দ্রলাল বিদ্যানিকেতন স্কুলের পক্ষে রাজেশ মিঁয়া (২/৫৬), আরমান আহমেদ (২/৮৬) এবং সূজয় দাস (২/৮৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে পাহাড় সমান রানের নীচে চাপা পড়ে যায় শচীন্দ্রলাল বিদ্যানিকেতন স্কুল। দল মাত্র ১১৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাজেশ মিঁয়া ৪২ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪০ এবং মৃণাল হুসেন ২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পক্ষে অর্পণ ভট্টাচার্য (৩/২০),স্পন্দন বনিক (২/১৭) এবং সূর্য দাস (২/২১) সফল বোলার।
2023-02-06

