পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল

কোচবিহার, ৪ ফেব্রুয়ারি (হি.স.): কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান হল। শনিবার কোচবিহার জেলাশাসক দফতরের লাগোয়া উৎসব অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সমাবর্তন অনুষ্ঠানে এদিন বিশ্ববিদ্যালয়ের ২০২০ থেকে ২০২২ সাল এই তিন বছরের ২৮২ জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে স্বর্ণ ও রৌপ্যপদক তুলে দেওয়া হয়। এর মধ্যে ১৩৭ জনকে স্বর্ণপদক ও ১৪৫ জনকে রৌপ্যপদক দেওয়া হয়। এছাড়াও পিএইচডির ৩৬ জন ও এম ফিলের ২১ জন ছাত্রছাত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। যদিও ছাত্র-ছাত্রীদের পদক দেওয়ার আগেই অনুষ্ঠান মঞ্চ থেকে চলে যান বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছাত্র-ছাত্রীদের হাতে পরে সেই পদক ও সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দেবকুমার মুখোপাধ্যায়।

সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মুখ্য অতিথি ড. তাপস কুমার কুণ্ডু, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আব্দুল কাদের সাফেলি প্রমুখ।