নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র ডিরেক্টরের বাসভবনে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন এএসআই। আইবি ডিরেক্টরের বাড়িতে মোতায়েন ছিলেন ওই জওয়ান। শুক্রবার বিকেল ৪.১৫ মিনিট নাগাদ নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই সিআরপিএফ এএসআই।পুলিশ জানিয়েছে, নিহত সিআরপিএফ এএসআই-এর নাম রাজবীর কুমার। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। দিল্লি পুলিশের এক কর্তা জানিয়েছেন, আইবি ডিরেক্টরের বাড়িতে গার্ড পোস্টে মোতায়েন ছিলেন সিআরপিএফ-এর এএসআই রাজবীর কুমার। কেন তিনি আত্মঘাতী হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
2023-02-04