ত্রিপুরায় সিপিএমের সাথে আসন ভাগাভাগির অনুমোদন দিয়ে কংগ্রেস হাইকমান্ড পাপ করেছে, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির

আগরতলা, ৩ ফেব্রুয়ারী(হি.স) : ত্রিপুরায় সিপিআইএমের সাথে আসন ভাগাভাগির অনুমোদন দিয়ে কংগ্রেস হাইকমান্ড পাপ করেছে। কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ত্রিপুরায় সিপাহিজলা জেলার অন্তর্গত নলচর বিধানসভা কেন্দ্রে বিজয় সংকল্প জনসভায় অংশ নিয়ে সিপিএম ও কংগ্রেসকে এভাবেই বিঁধেছেন।

তাঁর দাবি, টানা ২৫ বছর ধরে সিপিআইএম ত্রিপুরায় কংগ্রেস কর্মীদের উপর সহিংসতা চালিয়েছে। শুধুমাত্র নলচর এলাকায় ১৭ জন কংগ্রেস কর্মীকে সিপিএমের গুন্ডারা হত্যা করেছে। এখনো ওই কর্মীদের রক্তের দাগ মুছেনি, অথচ সেই সিপিএমের সাথে হাত মেলাতে কংগ্রেসের মধ্যে কোন দ্বিধা দেখা যায়নি, আক্ষেপ করে বলেন তিনি। তিনি বলেন, সমস্ত কংগ্রেস কর্মীদের অনুরোধ করছি সিপিএমের সাথে আসন ভাগাভাগির পাপ প্রস্তাবে অনুমোদনের জন্য হাইকমান্ডকে ব্যাখ্যা দিতে বলুন।

সাথে তিনি যোগ করেন, কংগ্রেস কর্মীদের অবশ্যই হাইকমান্ডকে জিজ্ঞাসা করতে হবে, শুধু ক্ষমতা পাওয়ার জন্য তাঁরা হত্যাকারীদের সাথে হাত মেলাতে পারেন। তিনি বিদ্রুপের সুরে বলেন, কংগ্রেস কর্মীদের জন্য এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত দলের জন্য বলিদান শীর্ষ নেতাদের কাছে গুরুত্ব পায়নি। যাঁরা কংগ্রেসের জন্য জীবন দিয়েছেন আজ তাঁদের উপেক্ষা করা হয়েছে। তাতে মনে হচ্ছে তাঁরা কখনই কংগ্রেস দলের অংশ ছিলেন না কটাক্ষ করে বলেন তিনি।

তাঁর আরও কটাক্ষ, সিপিএমের গণতন্ত্রের প্রতি কখনোই শ্রদ্ধা ছিল না। তাই গণতন্ত্র রক্ষায় এবং সহিংসতা প্রত্যাখ্যান করার জন্য ত্রিপুরার ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন স্মৃতি ইরানি। তাঁর আরও আবেদন, নলছড় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কিশোর বর্মনকে ভোট দিয়ে জয়ী করে নতুন ভারত গড়ার জন্য দায়িত্ব পালন করুণ।এদিকে, টাউন বড়দোয়ালি কেন্দ্রে বিজয় সংকল্প জনসভায় অংশ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আবারও বামফ্রন্ট ও কংগ্রেসকে বিঁধেছেন। সিপিএমকে নিশানা করে তাঁর কটাক্ষ, বামফ্রন্ট দাত ভাঙ্গার কাজ করেছে, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এখন ডেন্টাল কলেজ বানাচ্ছেন। তাঁর কথায়, সিপিএমের জমানায় রেশনে চাল মিলত না। সবই লুটেপুটে খেয়ে নিতেন নেতারা। অথচ, আজ সকলের ঘরে রেশন সামগ্রী পৌছে যাচ্ছে। এদিন ওই কেন্দ্রে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার সমর্থনে জনসভায় অংশ নিয়েছেন।