নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি. স.) : বিশ্ব শান্তির জন্য অসমের বারপেটায় আয়োজিত কৃষ্ণগুরু একনাম আখন্দ কীর্তনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই আয়োজন করা হয়েছে কৃষ্ণগুরু সেবাশ্রম বারপেটায়। বিকাল সাড়ে ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এতে অংশ নেবেন এবং কৃষ্ণগুরু সেবাশ্রমের ভক্তদের উদ্দেশে ভাষণ দেবেন। পরমগুরু কৃষ্ণগুরু ঈশ্বর ১৯৭৪ সালে বারপেতার নাস্ত্রা গ্রামে কৃষ্ণগুরু সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি মহাবৈষ্ণব মনোহরদেবের নবম বংশধর। মনোহরদেব বৈষ্ণব সাধক শ্রী শঙ্করদেবের অনুসারী ছিলেন।

