ত্রিপুরা বিধানসভা নির্বাচন : ৩ ফেব্রুয়ারি কুমারঘাট ও অমরপুরে জনসভা জে পি নাড্ডার

আগরতলা, ১ ফেব্রুয়ারি(হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলতে আগামী ৩ ফেব্রুয়ারি আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি কুমারঘাট এবং অমরপুরে জনসভায় অংশ নেবেন। তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই দলীয় স্তরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ বিজেপির নির্বাচন প্রভারী ড. মহেন্দ্র সিং এবং সাংসদ বিপ্লব কুমার দেব জনসভা স্থল পরিদর্শন করেছেন এবং স্থানীয় কার্যকর্তাদের সাথে বৈঠকে মিলিত হয়েছেন।

এ-বিষয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আগামী ৩ ফেব্রুয়ারী কুমারঘাটে জনসভায় সম্বোধন করবেনl জেলার বিভিন্ন পদাধিকারী ও কার্যকর্তাদের সাথে বৈঠকে এই সভার স্বার্থক রূপান্তরের লক্ষ্যে কর্মপরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছেl পাশাপাশি কুমারঘাট পিডব্লিউডি মাঠের সভাস্থলটি পরিদর্শন করেছি ও প্রস্তুতি সম্পর্কে অবহিত হয়েছিl

সাথে তিনি যোগ করেন, আজ অমরপুর চন্ডিবাড়ি মাঠে আগামী ৩ ফেব্রুয়ারি বিজেপি সর্বভারতীয় সভাপতির সভাস্থলটি পরিদর্শন করেছিl এছাড়া দলের সমস্ত পদাধিকারী ও দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সাথে এই কর্মসূচীর সফল রূপায়নের লক্ষ্যে রূপরেখা শীর্ষক প্রস্তুতি বৈঠকে অংশগ্রহণ করেছিl

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামী ৬ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনী জনসভায় অংশ নিতে আসছেন। ওই দুইদিনে তাঁর একাধিক জনসভায় অংশ নেবেন বলে দলীয় সুত্রে খবর। তবে, সফর সূচী চূড়ান্ত হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *