হাফলং (অসম), ১ ফেব্রুয়ারি (হি.স.) : ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) নামের এক উগ্রপন্থী সংগঠন তাদের অস্ত্রবিরতি আরও ছয়মাসের জন্য বৃদ্ধি করেছে। আজ বুধবার ডিএনএলএ এবং রাজ্য সরকারের মধ্যে অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ আরও ছয়মাস বৃদ্ধি করা হয়েছে।
রাজ্যের গৃহবিভাগের সচিব পিপি মজুমদারের সঙ্গে ডিএনএলএ জঙ্গি সংগঠনের নেতা ইতিকা ডিফুসা এবং নাইডিং ডিমাসা বৈঠকে বসে রাজ্য সরকারের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ১ অক্টোবর প্রথম পর্যায়ে ডিএনএলএ জঙ্গি সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের ছয় মাসের অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। অবশেষে আজ বুধবার রাজ্যের গৃহ বিভাগের সচিব পিপি মজুমদারের সঙ্গে ডিএনএলএ জঙ্গি সংগঠনের দুই নেতা ইতিকা ডিফুসা ও নাইডিং ডিমাসা বৈঠকে বসে রাজ্য সরকারের সঙ্গে জঙ্গি অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর পাশাপাশি এই সময়কালে জঙ্গি সংগঠনটির সব ক্যাডার ডেজিগনেটেড ক্যাম্পে অবস্থান করে সব ধরনের গ্রাউন্ড রুল মেনে চলবে।