পরিযায়ী পরিবারে অশান্তির কারণ দিদির দূতেরা, জলঙ্গীতে মহিলা বিক্ষোভ

মুর্শিদাবাদ, ১ ফেব্রুয়ারি (হি. স.) : দিদির সুরক্ষাকবচ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার জলঙ্গিতে অশান্তি হয়। থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন গ্রামের মহিলারা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জলঙ্গি ব্লকের কীর্তনীয়া পাড়ায় মহিলারা বিক্ষোভ দেখান।

‘দিদির দূত’ পরিচয়ে গ্রামের মহিলাদের পাকা বাড়ি দেওয়ার আশ্বাস দিয়ে তাদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে ভাইরাল করার অভিযোগ উঠল এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, দিদির দূতেরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে ছবি তুলছে। তারপর সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করছে। যা নিয়ে তুমুল অশান্তি সৃষ্টি হচ্ছে পরিযায়ীদের শ্রমিকদের সংসারে।

বিক্ষোভকারীদের দাবি, গ্রামের কয়েকজন যুবক বেছে বেছে পরিযায়ী শ্রমিকদের বাড়ি যাচ্ছে। সেখানে পুরুষদের অনুপস্থিতিতে মহিলাদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড দেখতে চাইছে। তারপর কী সব লিখে নিচ্ছে। শেষে কাঁচা ঘরের সামনে দাঁড়িয়ে মহিলাদের সঙ্গে ছবি তুলে পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে ওই যুবকরা। মুঠোফোনে স্ত্রীদের সেই ছবি দেখে পরিযায়ী শ্রমিকরা খেপে উঠছেন। দূর থেকেই তাঁরা স্ত্রীদের ফোনে গালিগালাজ করছেন। এমনকি মারধর করারও হুমকি দিচ্ছেন। ফলে ঝামেলায় পড়তে হচ্ছে গ্রামের মহিলাদের।

কীর্তনীয়া গ্রামের গৃহবধূরা জানান, তাঁদের অনেকেরই পাকা বাড়ি রয়েছে, অথচ ফের বাড়ি দেওয়া হবে বলে প্রলোভন দেখিয়ে তাঁদের সঙ্গে ছবি তোলা হচ্ছে। আর সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিচ্ছ ওই যুবকেরা।

অভিযোগ, গ্রামের এক তৃণমূল কর্মীকে নিজেদের সঙ্গে নিতে চেয়েছিলেন অভিযুক্ত যুবকেরা। আবাস যোজনা প্রকল্পের বাড়তি টাকা আদায় করার ফন্দি বুঝতে পেরে মন্টু মণ্ডল নামে ওই তৃণমূল কর্মী তাঁদের কাছ থেকে সরে আসেন। এর পরেই মন্টুর নামে পাল্টা পুলিশকে নালিশ করে ওই যুবকরা।

যদিও তৃণমূলের জলঙ্গী ব্লক (দক্ষিণ) সভাপতি মোহিত দেবনাথ বলেন, তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে। অভিযুক্তরা কেউই তৃণমূলের লোক নয়। তবু দল মহিলাদের অভিযোগ খতিয়ে দেখছে।