নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ ঋষ্যমুখ বিধানসভায় বাদলের খাস তালুকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বনাম প্রাক্তন সেনা কর্মীর বিরুদ্ধে জোরদার লড়াই জমে উঠেছে নির্বাচনী প্রচারে৷ আগামী ষোল ফেব্রুয়ারি ২৩ এর বিধানসভা নির্বাচন৷ নির্বাচনী লড়াইয়ের ময়দান জমে উঠেছে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে৷ বলা চলে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর খাস তালুক এই কেন্দ্র৷ অসুস্থতাও বয়সের কারণে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে এই ঋষ্যমুখ কেন্দ্রে প্রার্থী করা হয়নি৷ নির্বাচনে উভয় দলেরই প্রার্থীই নতুন মুখ৷ একজন রাষ্ট্রপতি পুরুস্কার পুরুসৃকত অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক মিত্র আরেকজন সেনাবিভাগের স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত সৈনিক দ্বীপায়ন চৌধুরী৷ অশোক মিত্র সমাজ গড়ার কারিগরদের যেমন তৈরি করেছেন তেমনি দ্বীপায়ন চৌধুরী দেশমাতৃকাকে রক্ষার কাজে নিজেকে নিয়োজিত করেছেন৷ একজন গুরুকুল হলেও অপরজন দেশের জন্য নিবেদিত সেনানী ছিলেন৷ তবে বয়সে অনেকটা ফারাক দ্বীপায়ন চৌধুরীর সাথে অশোক মিত্রের৷ একপ্রকার প্রবীনের সাথে নবীনের লড়াই৷ সত্তর উর্ধে বয়স সিপিআইএম প্রার্থী অশোক মিত্রের৷ বিজেপি দলের প্রার্থী দ্বীপায়ন চৌধুরীর বয়স চল্লিশ উর্ধ৷ নির্বাচন যতই এগিয়ে আছে ভোট যুদ্ধে নির্বাচনী প্রচারের তেজিভাব জোর দার হয়ে উঠেছে৷ ভোটারদের মন জয় ও গন দেবতাদের আশীর্বাদ নিতে বুধবারেও দেখা গেল সিপিআইএম প্রার্থী অশোক মিত্রকে৷ দুই শতাধিক ঊধর্ে নেতাকর্মীদের সাথে সকাল হতেই নির্বাচনী প্রচারে বাড়ি বাড়ি গেলেন বাম মনোনীত প্রার্থী৷ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের বরোজ কলোনী, সাতমুড়া ও মির্জাপুর এলাকার প্রতিটি বাড়িতে গেলেন তিনি৷ গণতন্ত্র পুনরুদ্ধার সহ উন্নয়নের স্বার্থে বামফ্রন্টকে ভোটে জয়ী করার আহ্বান জানান৷ বাম মনোনীত প্রার্থী অশোক মিত্রের সাথে এই দিনে প্রচার কর্মসূচিতে ছিলেন সিপিআইএম বিলোনিয়া মহাকুমা কমিটির সদস্য রিপু সাহা, সিট্যু নেতা বিজয় তিলক , ত্রিলোকেশ সিনহা , ছাত্রনেতা সুকান্ত মজুমদার সহ নারীনেত্রী ও গণ আন্দোলনের নেতৃত্বরা এবং অবসরপ্রাপ্ত বহু শিক্ষক কর্মচারী নেতৃত্ব৷ বারে বারে নির্বাচনী প্রচার কর্মসূচির ফাঁকেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাম মনোনীত প্রার্থী অশোক মিত্র সহ যুবনেতা রিপু সাহা জানান জনগন স্বতঃস্ফূর্ত ভাবে ব্যাপক সাড়া দিচ্ছে৷ এই কেন্দ্রে বামেদের জয়ের ধারাকে অব্যাহত রেখে বাম মনোনীত প্রার্থী জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত নেতৃত্বরা৷
2023-02-01