মুম্বই, ১ ফেব্রুয়ারি (হি. স.) : লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ কেন্দ্রীয় বাজেট। প্রতিবারের মতো এবারের বাজেট নিয়েও প্রত্যাশা রয়েছে অনেক। বাজেটের দিন বিশেষ নজর রয়েছে শেয়ার বাজারের দিকেও। অর্থমন্ত্রীর ঘোষণার উপরেই নির্ভর করে শেয়ার বাজারের ওঠানামা। বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগেই শেয়ার বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটির সূচক।
এদিন সেনসেক্সের সূচক ৪৩৭.৩২ পয়েন্ট বৃদ্ধি পায়। বর্তমানে সেনসেক্সের সূচক ৫৯ হাজার ৯৮৭ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারের তরফেও আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে বাজেট শুরুর আগে শেয়ার বাজারের শুরুটা ইতিবাচক হবে। মঙ্গলবার শেয়ার বাজারে সেনসেক্সের সূচক ৪৯.৪৯ পয়েন্ট। ০.০৮ শতাংশ বেড়ে বাজার বন্ধের সময়ে সূচক ছিল ৫৯,৫৪৯.৯০।
নিফটি সূচকও ১.৫২ শতাংশ বেড়েছিল গতকাল। শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, আজ নিফটির সূচক ১৭,৪০০ থেকে ১৭,৮০০-র মধ্যে থাকবে। প্রসঙ্গত, বাজেট ও শেয়ার মার্কেটের মধ্যে একটি দীর্ঘ মেয়াদী নিবিড় সম্পর্ক রয়েছে ।