২০২৩-২৪ অর্থবৰ্ষের কেন্দ্ৰীয় বাজেটকে সময়োপযোগী ও জনমুখী আখ্যা অসমের বিজেপি সভাপতি ভবেশের

গুয়াহাটি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : সমাজের উচ্চ-নিম্ন, ধনি-দুখি, সর্বস্তরের জনসাধারণকে অন্তর্ভুক্ত করে কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী নিৰ্মলা সীতারমণের ২০২৩-২৪ অর্থবৰ্ষের কেন্দ্ৰীয় বাজেটকে ভারতীয় জনতা পাৰ্টির অসম প্ৰদেশ সভাপতি ভবেশ কলিতা সময়োপযোগী জনমুখী বলে আখ্যা দিয়েছেন।

এক প্ৰেস বিবৃতিতে ভবেশ কলিতা বলেন, কেন্দ্ৰীয় বাজেটে একত্ৰিত বিকাশ, পরিকাঠামো বিনিয়োগ, দেশের দক্ষতা বিকাশ, সবুজায়ন, যুব-উন্নয়ন, অর্থ বিভাগের দক্ষতা বৃদ্ধি, লক্ষ্য প্ৰাপ্ত করতে কাৰ্যসূচি রূপায়ণ ইত্যাদি সাতটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ভবেশ বলেন, অমৃতকালের প্ৰথম বাজেটের মাধ্যমে কেন্দ্ৰীয় সরকার দেশের সৰ্বাঙ্গীন বিকাশের জন্য রূপরেখা তৈরি করেছে।
প্রদেশ সভাপতি বলেন, পরিকাঠামোর ক্ষেত্রে ভারতবৰ্ষকে অধিক শক্তিশালী করার উদ্দেশ্যে পরিবহণ সেক্টরে ৭৫ হাজার কোটি টাকা, রেল বিভাগের জন্য ২.৪০ লক্ষ কোটি টাকার পাশাপাশি নতুন ৫০টি বিমানবন্দর, হেলিপেড নিৰ্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এ ধরনের পদক্ষেপে ভারতবৰ্ষের পরিকাঠামোকে বিশ্বমানের করে তুলবে। বাজেটে শিশুদের জন্য জাতীয় ডিজিটাল গ্রন্থাগার, পঞ্চায়েত ও ওয়াৰ্ডে ডিজিটাল গ্রন্থাগার নিৰ্মাণ ছাড়াও ই-কোৰ্টের জন্য ৭ হাজার কোটি টাকা ধাৰ্য করেছেন অর্থমন্ত্রী। এই পদক্ষেপে দেশের জনসাধারণকে বৰ্তমান সময়ের সঙ্গে পা মেলাতে অধিক ডিজিটালমুখী করে তুলবে।

ভবেশ কলিতা বলেন, দেশের পৰ্যটনস্থল রাজস্ব সংগ্রহের অন্যতম ক্ষেত্ৰ। প্রতি বছর ভারতে বহু বিদেশি পৰ্যটকের আগমণ ঘটে। তাই পৰ্যটন ক্ষেত্রের উত্তরণ ঘটাতে নতুন করে পৰ্যটন অ্যাপের ব্যবস্থা করার পাশাপাশি দেশের ৫০টি পৰ্যটনস্থলকে পুনঃনির্মাণ করা হবে বলে বাজেট ভাষণে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা। এর দ্বারা দেশের পৰ্যটন সেক্টর আরও অধিক বিকাশ লাভ করবে বলে মনে করেন অসম বিজেপি সভাপতি।
তিনি বলেন, একইভাবে আয়কর ৭ লক্ষ টাকা পর্যন্ত রেহাই, মৎস্য পালকদের জন্য ৬ হাজার কোটি টাকা, শহরাঞ্চল পরিকাঠামোর জন্য ১০ হাজার কোটি টাকা, প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনার জন্য ৭৯ হাজার কোটি টাকা, বিদ্যুৎ রূপান্তরের জন্য ৩৫ হাজার কোটি টাকা আবণ্টন দেওয়ার পাশাপাশি মহিলাদের জন্য ‘মহিলা সম্মান সেভিংস সাৰ্টিফিকেট, দেশের যুব-প্রজন্মের কৌশল বিকাশের জন্য ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা-৪.০’ চালু করা ছাড়াও ৩০টি আন্তর্জাতিক মানদণ্ডের স্কিল কেন্দ্ৰ নির্মাণের কথা ঘোষণা দেশের ভবিষ্যত প্ৰজন্মের জন্য অত্যন্ত ইতিবাচক বাৰ্তা।

কলিতা বলেন, ২০২৩-২৪ অর্থবৰ্ষের কেন্দ্ৰীয় বাজেটে দেশের সৰ্বক্ষেত্রে বিকাশের জন্য সামগ্ৰিকভাবে সকল দিককে অন্তর্ভুক্ত করেছেন অর্থমন্ত্রী। সময়োপযোগী এই বাজেট সমগ্ৰ দেশের জনসাধারণকে উপকৃত করবে বলেও প্রদেশ সভাপতি ভবেশ কলিতা প্ৰেস বিবৃতির মাধ্যমে আশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *