BRAKING NEWS

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্রের বিকাশ ঘটাচ্ছে ভারত ও ইন্দোনেশিয়া : অজিত দোভাল

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্রের বিকাশ ঘটাচ্ছে ভারত ও ইন্দোনেশিয়া। বললেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার দিল্লিতে ভারত ও ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় শান্তি ও সামাজিক সম্প্রীতির সংস্কৃতির উন্নয়নে উলামাদের ভূমিকার উপর সংলাপে ভাষণ দেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে এবং জনগণের মধ্যে বিস্তৃত বন্ধন রয়েছে। পর্যটন আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ সেতু।

অজিত দোভাল বলেছেন, বৈশ্বিক ব্যবস্থায় একটি টেকটোনিক পরিবর্তনের পটভূমিতে, ভারত ও ইন্দোনেশিয়ার, নিজেদের ইতিহাস, বৈচিত্র্য এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিকতার কারণে এশিয়ায় শান্তি, আঞ্চলিক সহযোগিতা ও সমৃদ্ধির সম্ভাবনা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেছেন, আমাদের অর্থনৈতিক ও প্রতিরক্ষা কার্যক্রমও প্রতিবেশীর বৃহত্তর ভালোর জন্য দ্রুত অগ্রসর হচ্ছে। ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণহানি ও সম্পত্তি ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *