BRAKING NEWS

সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান হাসিনার

ঢাকা, ২৭ অক্টোবর (হি. স.) : দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতির প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেন আচমকাই সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বুধবার সকালে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোনও প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকবে।’

স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময়েই দেশের স্বার্থে যেভাবে সেনাবাহিনী কাজ করেছে তার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগ মোকাবিলাসহ আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়ন তথা জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সেনাবাহিনী। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং বিভিন্ন আন্তর্জাতিক মিশনে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের আত্মত্যাগ, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশের জন্য সম্মান ও মর্যাদা বয়ে এনেছে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে অত্যন্ত উজ্জ্বল করেছে।’

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সেনা সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করেছেন তার প্রশংসা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘অপারেশন কোভিড শিল্ড’ এর মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা করোনা প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেছে।“শেখ হাসিনা বলেন, “আমাদের সেনা সদস্যদের মানবিকতা মুগ্ধ করে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোনও প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *